Sunday, May 10, 2020

Dental Comedy

All characters, incidents either are products of the author's imagination or are used fictitiously. Any resemblance to actual events or persons, living or dead, is entirely coinciDENTAL

একটি দাঁত কনকনে ঘটনা।

রুগী: ডাক্তার বাবু। দাঁতে খুব ব্যাথা। কি করতে হবে?😖😖😖
দাঁত কার: X-ray করতে হবে।🧐🧐

#এক দিন পর।
রুগী: ডাক্তার বাবু। X-ray দেখে কি বুঝছেন?🙄🙄
দাঁত কার: হুম। বিরাট গর্ত। RCT করতে হবে।🧐🧐
রুগী: আজকেই করতে হবে?😟😟😟
দাঁত কার: আজ সময় না থাকলে অন্য দিন appointment নিয়ে যান।
রুগী: সেই ভালো। আপনি ওষুধ দিয়ে দিন। আমি পরে আসবো।😊😊😊

#আট মাস পরে।
রুগী: ডাক্তার বাবু। ওই যে দাঁত দেখিয়ে গেছিলাম না। আপনি ওষুধ দিয়ে দিলেন। ওষুধ খেয়ে ভালই ছিলাম। কিন্তু আবার ব্যাথা হচ্ছে। কি করতে হবে?😖😖😖😖
দাঁত কার: আবার Xray করতে হবে।🧐🧐
রুগী: তখন তো Xray করেছিলেন?😦😦
দাঁত কার: আবার করতে হবে।🧐🧐🧐
# আট মাস একদিন পর
রুগী: কি বুঝছেন ডাক্তার বাবু??😟😟😟
দাঁত কার: যদি দাঁত রাখতে চান এখনো সময় আছে। RCT করতে হবে। আজকে সময় আছে?🤨🤨
রুগী: না ডাক্তার বাবু আপনি ওষুধ দিয়ে দিন। আজ তো খুব ব্যাথা। ব্যাথা কমলে আসবো।☺️☺️☺️

# আঠারো মাস পরে
রুগী: ডাক্তার বাবু। ওই যে আপনাকে দেখিয়ে গেলাম। সেই দাঁতে আবার ব্যাথা হচ্ছে। কি করা যাবে??🙄🙄🙄
দাঁত কার: এত দিনে দাঁতের আর কিছু নেই। তুলে ফেলতে হবে।😕😕😕
রুগী: সে কি?? কোনো ভাবে রাখা যাবে না?🥺🥺
দাঁত কার: রাখা যাবে কিন্তু একটু খরচ বেশী হবে।🙄🙄🙄🙄
রুগী: সে হোক। কিন্তু কত?🥺🥺
দাঁত কার: **** টাকা লাগবে সব মিলিয়ে।🙁
রুগী: ওরে বাবা! এত??😰😰😰 একটু কম করে দিন না?? ***এত দিলে হবে না?😅😅 আমি তো আমার এলাকার সবাই কে আপনার খোঁজ দেই।
দাঁত কার: যতটা কমানো যায় চেষ্টা করবো। আপনার আজকে সময় আছে??🧐🧐🧐
রুগী: না ডাক্তারবাবু কাল থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষ হলে আসবো।☺️☺️
দাঁত কার: বেশ!😏😏

# তিন বছর পরে
রুগী: ডাক্তার বাবু। ওই যে আপনাকে দেখিয়েছিলাম.....
দাঁত কার: হ্যাঁ আমি ওষুধ দিয়েছিলাম, Xray করেছিলাম। মনে আছে। বলুন।🤔🤔🤔
রুগী: ওই দাঁতে আবার ব্যাথা হচ্ছে। কি করা যায়?😟😟😟
দাঁত কার: এবার তুলেই ফেলতে হবে।😒😒
রুগী: ও বাবা!! না না তুলবেন কি। সামনেই বিয়ে বাড়ি আছে অনেক গুলো। ওষুধ দিয়ে ব্যাথা কমানো যাবে না?😯😯😯
দাঁত কার: তথাস্তু।😒

# ছয় বছর পরে।
রুগী: ডাক্তার বাবু আমি বলছি।😖😖
দাঁত কার: ওই দাঁত টা এখনো আছে??😲😲
রুগী: হ্যাঁ ডাক্তার বাবু। আপনার ওষুধ আর মলম একদম অব্যর্থ কাজ করে। তাই বেঁচে আছে। কিন্তু এখন খুব ব্যাথা। কি করা যায়?😥😥😥
দাঁত কার: ওষুধ দিচ্ছি। দিন দুই পরে আসুন তুলে দিচ্ছি।🤨🤨🤨
রুগী: ওমা সে কি। এখন তোলাই যাবে না।😰😰😰 মেয়ের তো বাচ্চা হোয়েছে। নাতি কে নিয়েই সময় কেটে যাচ্ছে। এখন তোলা যাবে না।😥😥
দাঁত কার: মেয়ের বাচ্চা হোয়েছে মানে? এই তো সেদিন ফাইনাল পরীক্ষা দেবে বলে appointment নিলেন না!!🙄🙄🙄
রুগী: সেদিন কোথায় ডাক্তার বাবু? অনেক বছর পেরিয়ে গেছে।😅😅😅😅
দাঁত কার: বেশ। তাহলে আবার ওষুধ খাবেন?🤨
রুগী: হ্যাঁ ডাক্তারবাবু সেই ভালো।☺️☺️☺️

# দশ বছর পরে
রুগী: ডাক্তার বাবু। আমি বলছি।🥺🥺🥺
দাঁত কার এর সহকারী: উনি তো নাতি কে নিয়ে পার্কে খেলতে গেছেন। এখন তো ওনাকে পাওয়া যাবে না!😂😂😂
রুগী: নাতি হোয়েছে মানে? এই তো সেদিন ছেলের বিয়ে দিলো।😨
দাঁত কার এর সহকারী: সেদিন না। অনেক বছর গড়িয়ে গেছে। আর কিছু দিন রেখে দিন। ওই দাঁত আপনার সঙ্গেই যাবে। 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣


*খুব বিরল অতিরঞ্জিত প্রবচন। কিন্তু আছে। এমন রুগী আছে। 😅😅😅


(C) পাগলা দাশু

No comments:

Post a Comment

Narcissistic Personality Disorders??

Narcissistic Personality Disorders This is an era of social media. When someone posts too many selfies or pictures about their d...